কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের প্রানকেন্দ্রে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির উদ্যেগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬ মার্চ বুধবার সকাল ১০ টা থেকে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫, (বুড়িচং - ব্রাক্ষণপাড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ জাহের।
সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ও মনিরা ইয়াসমিন এর যৌথ সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বুড়িচং উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখলাক হায়দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, অধ্যক্ষ আলমগীর হোসেন।প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের এর স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা রাখেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য দিদারুল মোর্শেদ, ইন্জিঃ বাছির খান, যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়া। উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ২০২৩ সালের প্রাক্তন শিক্ষার্থী ১৪৬ জনকে সন্মাননা সৌজন্য উপহার প্রদান করা হয়।
এফআর/অননিউজ