বুড়িচং বাকশীমূল ইউনিয়ন যুবদলের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ ইকবাল হোসেন

শনিবার (১৬ আগস্ট) বাদ মাগরিব কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের হল রুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মত সিদ্ধান্তে একে এম শাহজাহান-কে ২নং বাকশীমূল ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নতুন সভাপতি নির্বাচিত করা হয়। অন্যদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি কাউন্সিলরদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে গোলাপ ফুল প্রতীক নিয়ে মোঃ রাশেদ মিনহাজ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।
এসময় বক্তারা বলেন, যুবদল সবসময় গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে বাকশীমূল ইউনিয়ন যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক ও চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ,অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা (দক্ষিণ) জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হাজী আনোয়ার
হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু। এছাড়াও বুড়িচং উপজেলা যুবদলের সাংগঠনিক প্রধান কাজী কাদের, বিশেষ অতিথি হিসেবে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন চৌধুরী, এনামুল হক সবুজ, ইমতিয়াজ আহমেদ রাসেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট আরিফুল ইসলাম শ্রাবণ।
সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশেষ করে বাকশীমূল ইউনিয়নের সম্মেলন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইউনিয়নের কৃতি সন্তান ও বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান মনির, ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ ও সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন খান, তানজিবুর রহমান শুভ, রিদয় হাসান, সভাপতি শরীফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে অতিথিরা নবনির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন জানান এবং আগামী দিনে ইউনিয়ন যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন

আরো দেখুনঃ