কুমিল্লার বুড়িচং উপজেলার সংকুচাইল উত্তর বাজার স্কুল মার্কেট, ইসলামি ব্যাংক সংলগ্ন এল এ স্টাইল বিউটি পার্লার এর শুভ উদ্বোধন হয়।
বৃহস্পতিবার (১০অক্টোবর)বাদ আছর ফিতা কেটে এল এ ম্যাকওভার বিউটি পার্লার এর শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক লাকি আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাজমুল হাসান, কুমিল্লা বিউটি পার্লার এসোসিয়েশন এর সভাপতি কাজী রোকসানা, নারী উন্নয়ন সংস্থার সভাপতি রোজিনা মোহন,মিজান মেম্বার, সাজ্জাদ মাষ্টার, এমদাদুল হক পলাশ, আবদুল সাত্তার, সোহেল খান মোমেন, আনিসুর রহমান, জহিরুল ইসলাম, শিপন,স্বপন ও আজাদ খান প্রমূখ।
পার্লারের শুভ উদ্বোধন করে উক্ত পার্লারের পরিচালক লাকি আক্তার বলেন,ইতিপূর্বে আমি কুমিল্লা শহরের ঝাউতলা একটি পার্লার সফল ভাবে পরিচালনা করে আসছি। এটা আমার শশুর বাড়ি এলাকা অএ অঞ্চলের মানুষ তাদের বিয়ের অনুষ্ঠান বৌ সাজানোর জন্য এবং মেয়েরা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কুমিল্লা মুখী হতে হয় এতে তারা অনেক বিড়ম্বনা স্বীকার হয়, এই অবস্থার উত্তরণে জন্য আমি এই বিউটি পার্লারটি এই এলাকায় স্থাপন করেছি।