সোমবার রাতে একদল বুনোহাতি এলে গ্রামবাসী মশাল নিয়ে হাতির দলটিকে তাড়াতে যায়। এ সময় একটি হাতি নূরুল ইসলামকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় দেয়।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় বুনোহাতির আক্রমণে এক কৃষক মারা গেছেন। উপজেলার রংছাতি ইউনিয়নের বেতগড়া এলাকায় সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কৃষকের নাম নূরুল ইসলাম। ৪৫ বছর বয়সী নূরুল ইসলাম সন্ন্যাসীপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে খোকন কুমার সাহা জানান, সোমবার রাতে একদল বুনোহাতি বেতগড়া এলাকার আমন ক্ষেতের দিকে নেমে আসে।
টের পেয়ে গ্রামবাসী মশাল নিয়ে হাতির দলটিকে তাড়াতে যায়। এ সময় একটি হাতি নূরুল ইসলামকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় দেয়।
গুরুতর আহত নূরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
সন্ন্যাসীপাড়া গ্রামের কৃষক সোহেল রানা জানান, ওই এলাকাটি ভারত সীমান্তসংলগ্ন গারোপাহাড় এলাকার অন্তর্গত। আমন মৌসুমে প্রায় রাতেই সেখানে বুনোহাতির দল নেমে আসে।
দল বেঁধে এরা এসে আমন ধানের ব্যাপক ক্ষতি করে। মাঝে মাঝে বাড়িঘরেও হানা দেয়। তখন জীবনের ঝুঁকি নিয়ে মশাল জ্বেলে হাতি তাড়াতে হয়।