সোমবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন এর কালিকা পুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কলেজ হল রুমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা বুঠিচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আবুল হাসেম খাঁন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন স্বপন।
কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক এম মাহাবুব আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকশীমুল ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ওরফে আব্দুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জামশেদুল আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, আমরা মুক্তি যোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী এমদাদুল হক।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী নেয়াজ আলী খন্দকার, বীর প্রতীক এম আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী মোঃ নেওয়াজ আলী সর্দার, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এম আব্দুল ছালাম, খসরুর আলম খসরু ওয়ালটন।
উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন,সাইফুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক যথাক্রমে মোশাররফ হোসেন, মোর্শেদ আলম, আবুল বাশার, সিনিয়র প্রভাষক সুরেয়া বেগম, আব্দুল্লাহ আল মাসুৃম, মোঃ আব্দুল মান্নান ও শিক্ষানুরাগী আব্দুল মান্নান মুন্সি প্রমুখ।
এসময় কলেজ পরিচালনা কমিটির বিভিন্ন সদস্য, সকল শিক্ষক ছাত্র ছাত্রী এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আয়েশা আক্তার/অননিউজ24