বুড়িচংয়ে জোরপূর্বক ভূমি দখলের অভিযোগ

বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে জোরপূর্বক ভূমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুড়িচং উপজেলার ভারেল্লায় গত ১২/১০/২১ খ্রি. ও ১৫/১০/২১ তারিখে।

ভারেল্লা মৌজায় জেএল নং-৭, সাবেক দাগ নং-১২৩৮, হাল দাগ ২১৩১/২১৩২,মোট ৪০ শতক ভুমির অন্দরে ১৫ শতক বিবদমান ভূমিতে। এ ব্যাপারে ভুমির মালিক উপজেলার ভারেল্লা গ্রামের অধিবাসী মৃত: নোয়াব আলীর ছেলে মো. বাচ্চু মিয়া (৬৫) গত ১২/১০/২১ বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরী এবং ১৫/১০/২১ তারিখে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে বাদী হয়ে তারই প্রতিবেশী প্রতিপক্ষ মোখলেছুর রহমান গংসহ ৭ জনকে এজাহার নামীয় এবং ৩/৪ জনকে অজ্ঞাত নামা করে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়- ১ম পক্ষের পিতা. মৃত নোয়াব মিয়া ২১৭৭ নং সাফ কাবলা মূলে বিক্রেতা ১) মোসা. জাহেদা খাতুন, ২) আছমতের নেছা হতে গত ২৪/৪/‘৯১ সনে সাবেক দাগ নং- ১২৩৮ হাল দাগ ২১৩১/২১৩২ ৪০ শতক ভূমি হতে ১৫ শতক সাফ কাবলা দলিল মূলে ক্রয় করে এবং ১৭৫২/৯২ ইং সনে সাবেক দাগ ১২৩৮, হাল দাগ ২১৩২ দাগে ৩৭ শতক অন্দরে ৩ শতক একুনে ২ দলিলে ১৫+৩=১৮ শতক সম্পত্তি বাদী মো. বাচ্চু মিয়ার পিতা: নোয়াব আলী মালিক ছিলেন। নোয়াব আলী মৃত্যুর পর উক্ত জমির মালিক হন তার ছেলে মো. বাচ্চু মিয়া। তিনি বিগত ৩০ বছর যাবত দখলে থাকিয়া সেখানে দোকান ঘর নির্মাণ করেন।

বাচ্চু মিয়ার ওই ভুমিতে আরো একটি ঘর তুলিতে গেলে প্রতিপক্ষগণ তাদের সাথে খারাপ আচরণ করে ঘর তুলতে অবৈধ বাধা প্রদান করে । তারা লোভের
বশভুত হয়ে গত ১২/১০/২১ থ্রি. বেলা ২ ঘটিকার সময় বিবদমান ওই ভূমি দখল করিতে যায়। তখন উভয় পক্ষের মারামারি হাতাহাতিতে বাচ্চু মিয়া গংদের কয়েকজন আহত হয়। এসময় তাদের আত্মচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে থমথমে
পরিবেশ বিরাজ করছে।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ