মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০ বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে এক মহিলা সমাবেশ গতকাল ২৩ নভেম্বর বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পয়াত সোনামনি কিন্ডারগার্টেনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন। সভাপতিত্ব করেন সিনিয়র জেলা তথ্য অফিসার মো. নুরুল হক। এসময় পয়াত সোনামনি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ, ষোলনল ইউপির মেম্বার মো. বাদল খাঁসহ জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ এবং মহিলাগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে তথ্য প্রযুক্তির এ যুগে সকলকে এগিয়ে আসার পাশাপাশি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও ব্র্যন্ডিং বিষয়ে ব্যাপক আলোচনা করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।