কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এক মতবিমিনয় সভা গতকাল ২০ নভেম্বর রাজাপুর ইউনিয়ন পরিষদে
অনুষ্ঠিত হয়েছে।
রাজাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. সাইফুল ইসলাম (ডা. শাহীন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক লিটন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. আবু ইসলাম।
বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. শরীফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জামাল উদ্দীন, মো. সেলিম মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. মুজিবুর রহমান, মো. এমরান হোসেন সুমন, আবদুল সালাম, মো. পলাশ, মো. মাসুদ রানা, ইকবাল হোসেন, দুলাল মিয়া, মাহাবুবুর রহমান শরীফ, ইসমাইল, বশির আহাম্মদ, এরশাদ জসিম, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।