শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা স্কাউটসএর আয়োজনে উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৫৫২ তম কাব স্কাউটস ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম আমিনুল ইসলাম এবং পরিচালনা করেন যৌথ ভাবে স্কাউট লিডার সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান ও কাব লিডার সহকারী সাঈদুজ্জামান সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশনারা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ লিলু মিয়া বিএসসি। আরও বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ জামশেদুল আলম ভূইয়া, প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, প্রধান শিক্ষক এম হাবিবুর রহমান ভূইয়া জীবন, প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম জামাল হোসেন, প্রধান শিক্ষক এম আলমগীর হোসেন, কোর্স লিডার সহকারী শিক্ষক মোঃ ওয়াহিদুল্লাহ সরকার, স্কাউটস ট্রেইনার মোঃ হোসেন, স্কাউটস ট্রেইনার রেহেনা বেগম, সহকারী শিক্ষক মোঃ জানে আলম, মোঃ আব্দুল হক।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।