কুমিল্লার বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে এক মতবিমিনয় সভা গতকাল ১৮ নভেম্বর বুড়িচংয়ের স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. আবু ইসলাম। বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. শরীফুল আলমের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অর্থ বিষয়ক সম্পাদক মো. আতিকুল ইসলাম আতিক। বক্তব্য রাখেন ১ নং রাজাপুর
ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. সাইফুল ইসলাম (ডা. শাহীন), মো. সেলিম মিয়া, মো. সাইফুল ইসলাম, বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের তথ্য ও প্রচার সম্পাদক আলমাস মিয়া, মো. মুজিবুর রহমান, মো. এমরান হোসেন সুমন, মো. কামরুল হাসান, পরিমল চন্দ্র দাস, আবদুল সালাম, মো. পলাশ, মোসা. রোজিনা আক্তার, মো. মাসুদ রানা, সন্তোষ রবি দাস, আবদুল অহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের প্রয়াত বীরমুক্তিযোদ্ধা হাজী মো. রমিজ উদ্দীন মাস্টারের ‘স্মৃতি পরিষদ’ এর উদ্যোগে তার সুযোগ্য সন্তান মো. মুজিবুর রহমানের বাস্তবায়নে মুক্তিযোদ্ধার সন্তানদের
মাঝে বিভিন্ন বই বিতরণ করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।