বুড়িচং থানার মামলা নং-৩ তারিখ:৩/৮/২১ খ্রি. ধারা ৩৯৪/৩০২/২০১/ পেনাল কোড এর ভিকটিম অটো চালক শাকিব কাজী (১৮) ক্লুলেস খুন মামলায় দ্রুত সময়ের মধ্যে খুনের রহস্য উদ্ঘাটন করেন সংশ্লিষ্ট থানার এস আই বিনো্দ দস্তিদার। এবং উল্লেখিত মামলায় জড়িত থাকার অপরাধে কার্য বিধি ১৬৪ ধারায় ৩ জন আসামীর কাছ থেকে স্বীকারোক্তি মূলক জবানবন্দি আদায়ের ব্যাবস্থা করে।
এসআই বিনোদ দস্তিদারের উক্ত কার্যক্রমে কুমিল্লা জেলা পুলিশের পাশাপাশি দেশের পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে মনে করা হয়। এই অর্জনকে ধন্যবাদ জানিয়ে উল্লেখিত এস আই এবং বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেনসহ কর্মরত অন্য পুলিশ ফোর্সগণকে ধন্যবাদ জানান পাশাপাশি প্রশংসা করেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।
ভবিষ্যাতে এইরকম দায়িত্বশীল ও পেশাদারী ভূমিকার মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।