কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন ও ওসি ( তদন্ত ) মো. মাকসুদ আলমের তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ডাকাতির লুণ্ঠিত মালামাল সহ আবু ইউসুফ নামের এক ডাকাতকে আটক করা হয়।
বুড়িচং থানার ওসি তদন্ত মো. মাকসুদ আলম জানান-বুড়িচং উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে
সোমবার ১৫ নভেম্বর উপজেলার মোকাম ইউনিয়নের হালগায়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাকাতির লুণ্ঠিত মালামাল ৪ টি মোবাইল সেট, নগদ ১ লক্ষ টাকা সহ বুড়িচং উপজেলার হালগা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ডাকাতি মামলার দণ্ডপ্রাপ্ত আসামী আবু ইউসুফ (৩১) কে আটক করা হয়। সে বুড়িচং থানায় মামলা নং-২, তারিখ: ৩ নভেম্বর ধারা ৩৯৫/৩৯৭ প্যানাল কোড এ দণ্ড প্রাপ্ত আসামী ছিলো।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।