বৃদ্ধাশ্রম ও গুচ্ছগ্রামের বাসিন্দারা নিয়ে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা অন্যরকম ভালবাসা দিবস উদযাপন করেছে। আনন্দ উৎসবে মেতেছেছিলো বৃদ্ধাশ্রম ও গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত বাসিন্দারা। দিনব্যাপী বিভিন্ন উৎসবের মধ্যে-কেককাটা,নতুন পোশাক উপহার, উন্নতমানের খাবার, খেলাধূলা, পুরস্কার ও সংগঠনের সদস্যদের সেরাকর্মী সম্মাননা দেয়া হয় । নড়াইল সদরের গোপিকান্তপুর এলাকায় ্#৩৯;বেলা শেষ্#ে৩৯; বৃদ্ধাশ্রমে এ মিলনমেলার আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৪৫ শিক্ষার্থীর ব্যতিক্রমী এই আয়োজনে মুগ্ধ সবাই। শুক্রবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন-নড়াইল সদর উপজেলা নির্বাহী (ইউএনও)
সঞ্চিতা বিশ্বাস।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজের সভাপতিত্বে এবং সাংবাদিক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল মুস্তারী, বি এম নজরুল ইসলাম, স্কুলশিক্ষক মোহাম্মদ সবুর, ব্যাংক কর্মকর্তা খায়রুজ্জামানসহ অনেকে।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্ধসঢ়;গুন উপলক্ষে রঙ-বেরঙের বেগুন দিয়ে সাজানো হয়েছে নড়াইল সদরের গোপিকান্তপুর এলাকায় অবস্থিত ্#৩৯;বেলা শেষ্#ে৩৯; বৃদ্ধাশ্রম। বিশেষ এইদিনে বৃদ্ধাশ্রমের বয়োবৃদ্ধদের সঙ্গে বেলুন ফাটানো, বালিশ বদল খেলাসহ আনন্দ ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করেছি। এছাড়া কেককাটা, নতুন পোশাক উপহার, উন্নতমানের খাবার, পুরস্কার
বিতরণ ও সংগঠনের সদস্যদের সেরাকর্মী সম্মাননা দেয়া হয়েছে।
এই অনুষ্ঠানে পাশের গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত বিভিন্ন বয়সের নারী-পুরুষরাও আমাদের সঙ্গে ছিলেন। সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ব ভালোবাসা দিবসে এ ধরণের ব্যতিক্রমী আয়োজন করার চেষ্টা করছি। আমরা মূলত সমাজের সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করছি।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com