বাগমারায় ভাতিজাদের ফাঁকি দিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মাকে তালাবদ্ধ ঘরে তিন দিন আটকে রেখে প্রতারণার মাধ্যমে বসতবাড়ির জমি রেজিস্ট্রি করে নিয়েছে প্রতারক ছেলে। এই ঘটনায় আদালতে মামলা হওয়ার পর একডালা ইউনিয়ন ভূমি অফিসের দালাল নাজিম উদ্দিনকে পুলিশ আটক করেছে। থানার ওসি আমিনুল ইসলাম মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গনিপুর ইউনিয়নের গণিপুর গ্রামের সাধন প্রামানিক প্রায় ২০ বছর আগে এক স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে ওয়ারিশ রেখে মারা যান। সম্প্রতি সাধন প্রামানিকের স্ত্রী আজিমুন বেওয়া ও মেয়ে হাজেরা বিবি মানসিক ভাবনসাম্যহীন হয়ে পড়েন। মানসিক ভাবনসাম্যহীন বৃদ্ধা মা আজিমুন বেওয়ার কাছে থেকে তার প্রতারক দুই ছেলে আব্দুস সাত্তার ও আয়েন উদ্দিন একডালা ইউনিয়ন ভূমি অফিস ও ভবানীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দালালদের সহযোগীতায় প্রতারণার মাধ্যমে বসতবাড়ির সব জমি রেজিস্ট্রি করে নিয়ে বৃদ্ধাকে তিন দিন একটি ঘরে তালা দিয়ে আটকে রাখা হয়। এতে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এই ঘটনায় ওই বৃদ্ধার নাতি বাচ্চু প্রামানিক বাদী হয়ে প্রতারক ছেলে আব্দুস সাত্তার ও আয়েন উদ্দিন, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামিম মীর এবং একডালা ইউনিয়ন ভূমি অফিসের দালাল নাজিম উদ্দিসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com