নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী-মাইজদী সড়কের জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমি এলাকায় ট্রাক্টর চাপায় ইসমাইল হোসেন শিহাব (৮) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনার পর দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন শিহাব চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার গোলাম মোস্তফা সুমনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় স্থানীয় দোকান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছিল শিহাব। পরে চৌমুহনী-মাইজদী সড়কের জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমির সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয় শিহাব। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এসে শিহাবকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু শিহাবকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ফরহাদ/অননিউজ