বেতছড়িতে মারমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সদরে বেতছড়িতে মারমাদের মাহা সাংগ্রাই উদযাপন উপলক্ষে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে বেতছড়ি মারমা যুব মহন্ত ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান অংচিংনু মারমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়। আমাদের শতশত বছর ধরে পালন করা কৃষ্টি- সংস্কৃতি, ঐতিহ্য গুলো বর্তমান প্রজন্মদের ইতিহাস সংস্কৃতি পরিচয় করে দেওয়া আমাদের দায়িত্ব।
পরে প্রধান অতিথি ঐতিহ্যবাহী “ধ” খেলা ফিটা কেটে উদ্বোধন করেন।
এসময় বিশ্ব গণ মানুষের সেবা ফাউন্ডেশন এর জেলা শাখার সভাপতি ও সাংবাদিক হলাপ্রু মারমা, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন জেলা শাখার সাধারণ সম্পাদক ম্রাসাচিং মারমা, মহস্ত ক্লাবের সভাপতি চিংচিংথোই মারমা, ২৬০ নং ইটছড়ি মৌজা সাথাউ চৌধুরী, কারবারি সাথোই মারমা সাবেক সভাপতি কংজপ্রু মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি চরাসাই মারমা, বামাঐপ ছাত্র বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ সদর উপজেলা শাখা সভাপতি উসাই মারমাসহ মহস্ত ক্লাবের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ