বেতনভাতা না পাওয়ায় খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ভিডিপি সদস্যরা
হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি

১৫ মাস ধরে বেতনভাতা না পাওয়ায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ভিডিপি সদস্যরা।
আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় খাগড়াছড়ি জেলায় পরিবার পরিকল্পনা এর আওতাধীন সকল ভিডিপি সদস্যরা আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে নূরনবী মিয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন
বেলাল হোসেন, সুমল চাকমা, সুজিত তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, কর্তৃপক্ষ আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস আশ্বাস দিয়ে যাচ্ছে, কাজের কাজ কিছু করে না, বেতনের কথা বললে এরিয়ে যাচ্ছে, হয়রানি করছে ভিডিপির সদস্যদের সাথে। আমরা আজ মানববন্ধনের মাধ্যমে একত্রিত হয়েছি মূলত আমাদের কে গত ২০২৪ সালের জুন মাসে নিয়োগ দেয়া হয়েছে পরিবার পরিকল্পনার অধিদপ্তরের আওতাধীন নিরাপত্তা প্রহরীর দায়িত্বে কিন্তু বিগত একবছর চাকরী করার পরেও আমাদেরকে বেতন ছাড়াই ২০২৫ সালের জুন মাসে অব্যাহতি দেয়।
বক্তরা আরো বলেন, একটায় দাবি সরকারের কাছে আমাদের পাওনা টাকা দ্রুত ফেরত চাই। আমাদের অনেক সহকর্মী বেতনের আশায় বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়ে পরিশোধ করতে না পেরে কষ্টে আছে।
মানববন্ধনে বক্তরা বলেন, দিনাজপুরে আমাদের ভিডিপির এক সহযোদ্ধা সংসার চালাতে গিয়ে ঋণের দায়ভার নিতে হয়েছে। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে।
মূলত পরিবার পরিকল্পনা এর আওতাধীন সারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত ৯২২ জন মোতাবেক খাগড়াছড়িতে চাহিদা অনুযায়ী ১৬ জন ভিডিপি সদস্যের নিয়োগ দেয়া হয়।
এসময় ভুক্তভোগী ভিডিপি সদস্যরা মানববন্ধনে অংশ গ্রহণ করে
jn