পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান বেতনে করিম বেনজেমাকে দলে নেয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরবের একটি ক্লাব। ফুটবলের পাওয়ারহাউজ খ্যাত ইউরোপিয়দের টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে এশিয়ান পরাশক্তি সৌদি আরব। এরই ধারাবহিকতায় গেল মৌসুমে রোনালদোকে দলে ভিড়িয়েছে তারা। এবার ছুটছে অন্য তারকাদের পিছে।
আল হিলাল থেকে এরই মধ্যে চোখ ধাঁধানো প্রস্তাব পেয়েছেন লিওনেল মেসি। এবার প্রস্তাব পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম এসএস’র তথ্য মতে বেনজেমাকে দুই বছরের জন্য দলে নিতে ৪’শ মিলিয়নের প্রস্তাব দিয়েছে সৌদির একটি ক্লাব। যা বাংলাদেশি টাকায় ৪ হাজার ৬০৬ কোটি ৮০ লাখ টাকারও বেশি। তবে ক্লাবটির নাম এখনও অজানা।
রিয়ালের সঙ্গে বেনজেমার বর্তমান চুক্তির মেয়াদ ফুরাচ্ছে চলতি মৌসুম শেষেই। তবে বেনজেমা সৌদির প্রস্তাবে রাজি হয়ে রিয়াল ছাড়বেন কি না তা এখনও অনিশ্চিত।
এসকেডি/অননিউজ