মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যামের জোড়া গোলে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ছয় মিনিটেই ইলকাই গিনদোয়ানের গোলে এগিয়ে যায় বার্সা। এরপর গোল শোধে মরিয়া রিয়াল মাদ্রিদ আর ব্যবধান বাড়াতে চায় বার্সা। তবে প্রথমার্ধে কোন দলই আর জালের দেখা পায়নি।
বিরতি থেকে ফিরে একর পর এক আক্রমণ করতে থাকে মাদ্রিদ। ম্যাচের ৬৬তম মিনিটে বেলিংহ্যামের গোলের মধ্য দিয়ে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে লিড পেতে চেষ্টা করে বার্সা। কিন্তু জালের দেখা পায়নি। উল্টো ম্যাচের অতিরিক্ত সময় আবারও বার্সার জালে বল পাঠায় বেলিংহ্যাম। এর মধ্য দিয়ে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।
এ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে এসেছে রিয়াল। ১১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ২৮, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে জুরোনা, আর ২৪ পয়েন্টে তৃতীয় স্থানে বার্সা।
এফআর/অননিউজ