বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের মতবিনিময়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ এপ্রিল রাজধানী ঢাকার প্রেসক্লাবের সামনে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালনের ডাক

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশের মত পঞ্চগড়ের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণের দাবি জানিয়েছে শিক্ষকরা। একই সাথে দাবি আদায়ে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ এপ্রিল রাজধানী ঢাকার প্রেসক্লাবের সামনে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছেন তারা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলার ১০১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা জানান বক্তারা। এতে বৈষম্যের শিকার হওয়ার কথা উল্লেখ করে শিক্ষকরা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ এপ্রিল রাজধানী ঢাকার প্রেসক্লাবের সামনে সকল শিক্ষকদের উপস্থিত থেকে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছেন।

এসময় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চগড় জেলার সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনুর রশিদ খোকন, রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ধরনী মোহন রায়, বিভাগীয় অর্থ সম্পাদক রায়হান ইসলাম, নহলিয়াপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিকুর রহমান।

মাসু/অননিউজ২৪

আরো দেখুনঃ