নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল নির্বাচন করতে আজ বৈঠকে বসছে বিসিবি।
২১ নভেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে কিউইরা। আর এই সিরিজ সামনে রেখে দল গঠনে বৈঠকে বসছেন বিসিবির নির্বাচকরা।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন না। ইনজুরির কারণে থাকবেন না দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। ফলে কিউইদের বিপক্ষে দল নির্বাচন করতে বেগ পেতে হচ্ছে নির্বাচকদের।
বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে রোববার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলের সঙ্গে এসেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।
এফআর/অননিউজ