আসন্ন ইউপি নির্বাচনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিন দূর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সদস্য পদে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তাজুল ইসলাম। তিনি বৈদ্যুতিক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
৩ নং দক্ষিন দূর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সরেজমিনে ঘুরে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ওই ওয়ার্ডে আরো ৪ জন প্রার্থী ইউপি সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন।
এলাকাবাসী জানান, এখন পরিবর্তনের সময়। তাই তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে চান। সে জন্য তাজুল ইসলামকেই তারা এগিয়ে রাখছেন।
ইউপি সদস্য প্রার্থী তাজুল ইসলাম বলেন, এখন ইউপি সদস্য হিসেবে জনগণের সেবা করার অনেক সুযোগ রয়েছে। তাই ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষজনের জন্য সরকারী সেবাকে বিস্তৃত করতে চান। সে লক্ষ্য তিনি বেশ কিছু পরিকল্পনা করেছেন।
তাজুল ইসলাম বলেন, নির্বাচনে বিজয়ী হলে এলাকার মানুষজনকে নিয়ে মাদক সমস্যা দূরকীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ শিক্ষার প্রসারে তিনি কাজ করবেন। সেই পরিকল্পনা অনুযায়ী তিনি এগিয়ে যাচ্ছেন।
আয়েশা আক্তার/অননিউজ24