বৈশাখে মাসে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের সর্বশেষ জেলা হিমালয়ের পাদদেশ নীলফামারী সড়ক, মাঠ, জনপদ ২ ঘন্টা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। এ সময় দূর পাল্লার গাড়ি গুল হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে দেখা গেছে । কুয়াশাচ্ছন্ন হলেও গত কয়েক দিন থেকে গরম অপেক্ষাকৃত বেশি অনুভূত হচ্ছে যা স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করেছে আজ (১৮ এপ্রিল মঙ্গলবার ভোর ৫ টা থেকে সকাল ৭টা পর্যন্ত নীলফামারীর সড়ক মহাসড়ক গুল ঢেকে ছিল ঘন কুয়াশায়। পরে আস্তে আস্তে কুয়াশা কেটে যায়। কুয়াশা থাকলেও কমেনি গরম।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে গত কাল ( সোমবার ১৭ এপ্রিল) দুপুর ২ টার পরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯.৩ ডিগ্রী সেলসিয়াস আর ডিমলায় ছিল ৩৬.৯ ডিগ্রী সেলসিয়াস।