বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও
অনলাইন ডেস্ক।।
স্বেচ্ছায় পদত্যাগ না করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতির ফুলকোর্ট সভা ডাকার প্রতিবাদে হাইকোর্ট ঘেরাওয়ের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে এরইমধ্যে সভা ডেকে সেটা তাৎক্ষণিকভাবে স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এরআগে বৃহস্পতিবার বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানান সমন্বয়ক আসিফ।
তা না করে ফুলকোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি। এর প্রতিবাদে কোর্ট ঘেরাওয়ের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সবাইকে দ্রুত কার্জন হলের গেটে জমায়েত হতে বলে ছাত্র নেতারা।
শনিবার সকালে ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে।
সূত্র : একুশে টেলিভিশন
এফআর/অননিউজ