বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
ওমর ফারুক হৃদয় :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রবারণা পূর্ণিমা- ২০২৪ এর চেক বিতরণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম সার্কিট হাইজের বিভাগীয় সম্মেলন কক্ষে ১৯ মার্চ ২০২৫ বুধবার ৩ ঘটিকায় চট্টগ্রাম মহানগর, রাঙ্গুনিয়া, সীতাকুন্ড ও মীরসরাই উপজেলা শাখার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ববি বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহসান হাবিব পলাশ, উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), চট্টগ্রাম রেঞ্জ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড.সুকোমল বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি রুবেল বড়ুয়া। এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক ও জেলা পিপি মো.আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ,সাবেক কাউন্সিল এম এ মালেক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অর্থ সসম্পাদক প্রীতিশ বড়ুয়াসহ আরও অনেকেই
মোট ১০৫ টি বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ ও কমিটি সদস্যেদর উপস্থিতিতে ২২ লক্ষ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।