বাগমারায় ছাত্র-জনতার কোঠা আন্দোলনে যাওয়ার পথে শিমুল আলী খাঁ নামে এক ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টার মামলায় গোয়ালকান্দি আ.লীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে পুলিশ নিজ বাসভবন
থেকে তাকে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানার ওসি অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের খোরশেদ আলীর ছেলে ব্যবসায়ী শিমুল আলী খাঁ গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে ছাত্র-জনতার কোঠা আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় ভবানীগঞ্জ কারিগরি কলেজের সামনে বাগমারার সাবেক এমপি ও তাহেরপুর পৌর আ.লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও ইউপির চেয়ারম্যান আলমগীর সরকারসহ আ.লগের ১৫০-২০০ জন নেতা-কর্মী হাতে হাসুয়া, লাঠি, লোহার রড, রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী শিমুল আলীর ওপর হামলা চালায়। সাবেক এমপি আবুল কালাম আজাদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুর হুকুমে হামলাকারিরা শিমুল আলীকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার শশীরে তিনটি গুলি করে হত্যার চেষ্টা করে। এ সময় হামলাকারিরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। হামলায় শিমুল আলী মারা গেছে মনে করে হামলাকারিরা তাকে টেনে হেঁছড়ে রাস্তার এক পাশে ফেলে রেখে চয়ে যায়।
পরে স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় রাজশাহী- ৪, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু ও গোয়ালকান্দি ইউপির
চেয়ারম্যান আলমগীর সরকারসহ ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে ওই ব্যবসায়ী নিজেই বাদি হয়ে থানায় মামলা করেন।