ই-কমার্স ব্যবসায়ের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (২৪ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দেন নুর। যেখানে তিনি জানান, একটি বিশেষ ঘোষণা ; ই-কমার্সের জন্য (মোটামুটি সব ধরনের পণ্য থাকবে) একটি সুন্দর নাম ও লোগোর আহ্বান। যার নাম সিলেক্ট হবে তাকে পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা ও যার লেগো সিলেক্ট হবে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
সুন্দর, অর্থবহ ও ইউনিক নাম হতে হবে এবং সৃজনশীল, সুন্দর ও অর্থবহ লোগো হতে হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি নিজের ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে একটি মোবাইল নম্বরও জুড়ে দিয়েছেন নুর।
নুরের দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করলে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ই-কমার্স সাইটে প্রধান হিসেবে নূর ভাই থাকবেন। তার বিভিন্ন সহকর্মীও এখানে যুক্ত থাকবেন। অনেক কিছুই এখনো নিশ্চিত হয়নি। তবে ই-কমার্স সাইটের কাজ চলছে।
সূত্র : বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম
এফআর/অননিউজ