উত্তর কোরিয়া আবারও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বৃহৎ সামরিক মহড়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া এ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।
রোববার ইয়নহুপ বার্তা সংস্থার খবরে এ কথা বলা হয়েছে।
সিউলের জয়েন্ট চিপস অব স্টাফের উদ্ধৃতি দিয়ে ইয়নহুপের খবরে বলা হয়, উত্তর কোরিয়া পূর্ব সাগরে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
উত্তর কোরিয়ার রেকর্ডভাঙা পরমাণু অস্ত্রের পরীক্ষা ও দেশটির পক্ষ থেকে পরমাণু হুমকির প্রেক্ষিতে ওয়াশিংটন ও সিউল নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে। দেশ দুটি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া গত ১৩ মার্চ শুরু করে। ‘ফ্রিডম শিল্ড’ নামে পরিচিত এই মহড়া চলবে ১০ দিন।
এদিকে উত্তর কোরিয়া এ মহড়াকে হামলার পূর্ব প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে।
দেশটি একাধিকবার সতর্ক করে বলেছে, তারা এ মহড়ার জবাবে ‘অপ্রতিরোধ্য’ পদক্ষেপ নেবে।
ফরহাদ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com