নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর সিয়াম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অলিপুরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় নিখোঁজ হয় সিয়াম। সে সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে।
সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে৷ সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে৷ তবে, গতকাল নিখোঁজ ওই কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে পুনরায় উদ্ধারকাজ শুরু করার পর সাড়ে ৯টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এফআর/অননিউজ