দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বন্যা-বিধ্বস্ত সাওপাওলো রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৪৮-এ পৌঁছেছে। উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধান অব্যাহত রেখেছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ কথা জানায়।
সাওপাওলোর রাজ্য সরকার বলেছে, মৃতদের মধ্যে ৪৭ জন সাও সেবাস্তিয়াও পৌরসভার ও একজন উবাতুবার বাসিন্দা। খবর সিনহুয়া’র।
প্রায় ৪০ জন এখনও নিখোঁজ রয়েছে এবং নিখোঁজদের বেশিরভাগই ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার জানিয়েছে, তিন শিশুকে উদ্ধার করা হয়েছে ও ছয় শিশুসহ ২৮ জন রোববার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।
রাজ্যের শীর্ষ পর্যটন গন্তব্যগুলোর অন্যতম উপকূলীয় অঞ্চলটিতে সাধারণত ফেব্রুয়ারি মাসে যে বৃষ্টিপাত হয় ২৪ ঘন্টায় তার চেয়ে দ্বিগুণ বৃষ্টি হওয়ায় এই এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলাচলের অযোগ্য রাস্তায় আটকে থাকা বিপূল সংখ্যক পর্যটকের বের হওয়ার জন্য ব্রাজিলের নৌবাহিনী সাওপাওলো নগরীর ১৯০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে একটি ভ্রাম্যমাণ বন্দর স্থাপন করেছে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com