করোনার ধাক্কা কাটিয়ে রবিবার থেকে সারাদেশে একযোগে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা। সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রথমদিনের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়, চান্দলা কেবি স্কুল এন্ড কলেজ এবং চান্দলা গাউছিয়া আলীম মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেছেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায়
সর্বমোট ১১টি কেন্দ্রে ৪৯৪৬ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহন করছে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক সিটে একজন করে পরীক্ষার্থী অংশগ্রহন করছে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের জমায়েতে প্রশাসন কঠোর ছিল। প্রথমদিনে এসএসসি পরীক্ষার্থী ৬ জন, দাখিল পরীক্ষার্থী ৩০ জন এবং কারিগরি পরীক্ষায় ৮ জনসহ ৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।