কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে থানার এসআই বেলাল হোসেন ও সঙ্গীয় ফোর্স সোমবার সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের ফুল মিয়ার ঘরের পেছন থেকে দুইশত পিচ ইয়াবা ও পাঁচ বোতল ফেন্সিডিলসহ নাইঘর গ্রামের হালিম মিয়ার ছেলে মোঃ সোহেল প্রকাশ আজাদ (২২) কে আটক করে।
অপরদিকে একইদিনে রাতে থানার এসআই জীবন কৃষ্ণ মজুমদার ও সঙ্গীয় ফোর্স মালাপাড়া ইউনিয়নের জিরুইন-মালাপাড়া রাস্তার উপর থেকে চার কেজি গাঁজাসহ চাঁদপুর জেলার মতলব উপজেলার একলাসপুর গ্রামের মৃত ইলিয়াছ ব্যাপারীর ছেলে আরিফ হোসেন (২২) কে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করলে মঙ্গলবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।