কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার মাধবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা'র নির্দেশে থানার এসআই শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স বুধবার সকালে উপজেলার মাধবপুর সুপার স্টার ব্রীক ফিল্ডের সামনের পাকা রাস্তার উপর থেকে ২০ কেজি গাঁজাসহ নারায়নপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ জামশেদ মিয়া (৩০)কে আটক করে। একই পুলিশের দল আরেকটি অভিযানে একই ইউনিয়নের মৃত আয়াত আলীর ছেলে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুল মালেককে আটক করে। বুধবার তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।