ব্রাহ্মণপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন আয়রন পিকআপ ভ্যান বিতরন
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ও প্রশিক্ষনপ্রাপ্ত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরন হিসাবে সেলাই মেশিন, আয়রন মেশিন, পিকআপ ভ্যান, ফল্ডিং চেয়ারসহ বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা উপস্থিত থেকে এই উপকরন সামগ্রী বিতরন করেন। উপজেলার নিবন্ধিত ও প্রশিক্ষনপ্রাপ্ত ৪০ জন জেলেদের মাঝে এই উপকরন সামগ্রী বিতরন করা হয়। এছাড়া “নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে (ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম -২) এর আওতায় ৭০% সরকারি ভর্তুকিতে বালিনা মৎস্যচাষী সমিতিকে পিকআপ ভ্যান বিতরন করা হয়।
এসময় উপকরন সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: তাহমিনা হক পপি, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অর্মলেন্দু সূত্রধরসহ মৎস্যচাষীরা।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।