কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রোবোটিক্স ও প্রোগ্রামিং বিষয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভ‚ইয়া।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির আহমেদ, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ প্রমুখ।
পরিচিতি সভা শেষে বুয়েট শিক্ষার্থী মো. লতিফুর রহমান, রাহত রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মঈন উদ্দিন ব্রাহ্মণপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রোবোটিক্স ও প্রোগ্রামিং বিষয়ে প্রাথমিক ধারণা দেন।