সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা, তাদের বাড়িঘর ভাংচুর ও পূজামন্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সারাদেশে একসাথে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসাবে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে শনিবার সকাল ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সুজন এর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুছ,সদস্য সাংবাদিক মোঃ বাছির উদ্দিন, আবদুল মতিন খসরু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সহকারী অধ্যাপক হুমায়ন কবির, প্রীতিলতা দাশ, প্রভাষক পারভীন আক্তার, বিশ্বজিৎ সাহা, সফিউল্ল্যাহ, এমরান আলী, প্রবাল কুমার দে, খালেকুর রহমান, সুমি রানী চক্রবর্তী, মজিবুর রহমান, ইমান হোসেন, অলিউল্ল্যাহ, নাজমুল হক, নাসরিন সুলতানা, ফখরুল ইসলাম, জান্নাত ফেরদৌনী খান চৌধুর। মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।