ব্রাহ্মণপাড়ায় হাসপাতালের পাশে ময়লার ভাগাড়, দুষিত হচ্ছে পরিবেশ
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া মধুমতি হাসপাতাল সংলগ্ন জেলা প্রশাসকের সাইনবোর্ড ব্যাবহত জায়গাটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে দুষিত হচ্ছে পরিবেশ। বিশেষ করে হাসপাতালের পাশে হওয়ায় চিকিৎসা সেবা নিতে আসা রুগীরা আছেন ঝুঁকিতে। অনুসন্ধানে জানা যায়, রাস্তার আশপাশের কিছু বাসিন্দা, ব্যাবসায়ী ও এসড়কে চলাচলকারী ব্যাক্তিরা এ জায়গাটিকে অঘোষিত ডাস্টবিন হিসাবে ময়লা ফেলে ভরাট করে ফেলছে।
এ জায়গাটির সামনের সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করছে। এলাকায় বসবাসকারী শামীম মিয়া জানান, ময়লার স্তূপের দূর্গন্ধের কারনে এসড়কে চলাচলকারী শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর পরিবেশে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। একটি কুচক্রী মহল জায়গাটিতে সরকারী বিশাল সাইনবোর্ড থাকা সত্বেও ময়লা ফেলে ভরাট করে দখলের পায়তারা করছে বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।
জায়গাটিতে ময়লা ফেলা বন্ধ করাসহ কুচক্রী মহল থেকে সরকারী সম্পদ রক্ষায় এগিয়ে এসে যথাযথ ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।