ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অভিযোগে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, জেলা শহরের ভাদুঘর 'মেসার্স আল ইসলাম ফুড প্রোডাক্টস' বেকারী পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় খোলা ডাস্টবিন,লেভেলিং প্রবিধানমালা লংঘন, অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স না থাকা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়। এই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লংঘনের দায়ে প্রতিষ্ঠান মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। মালিক এই জরিমানা আদায় করেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com