ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাফিজুল মিয়া (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার গঙ্গাসাগর নতুন রেলব্রীজ লাইনের উপর থেকে তার দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে আখাউড়ার বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম হোসেন শিকদার বলেন, হাফিজুল মিয়া মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল। গভীর রাত থেকে ভোরের কোন এক সময়ে অজ্ঞাত ট্রেনের নীচে কাটা পড়ে ওই যুবকরে মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো পক্রিয়া চলমান রয়েছে।