ব্রাহ্মণবাড়িয়ায় ন্যাশনাল লাইফের ২০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্রাহ্মণবাড়িয়া ২০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। বীমা দাবির চেক প্রদান ও উন্নয়ন সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া জোন প্রধান আপেল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আব্দুল হালিম সরকার, কোম্পানির সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া জনবীমার এরিয়ার প্রধান রফিকুল ইসলাম, সহকারী ভাইস প্রেসিডেন্ট ও মনিটরিং কর্মকর্তা সুদীপ দত্ত, সহকারী ভাইস প্রেসিডেন্ট ও মনিটরিং কর্মকর্তা শাহাদাত হোসেন ও সহকারী ভাইস প্রেসিডেন্ট মনিটরিং কর্মকর্তা সেলিম খান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া প্রধান মো মফিজুল ইসলাম।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেছেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকের বীমা দাবি পরিশোধে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সব পেশার সেরা পেশা হচ্ছে বীমা। সহকারী জোন প্রধান মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জোন প্রধান, সহকারী জোন প্রধান, ডিসিগণ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিভিন্ন গ্রাহকদের ২০কোটি টাকা বীমা দাবির চেক পরিশোধ করা হয়।
জেপি/ ২-১২-২২