ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঝুমা নামে (৫) বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে সিলেট গামী একটি মালবাহী পিকআপ ভ্যান মহাসড়কের মালিহাতা অতিক্রম করছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু ঝুমা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কতব্যর্রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শান্ত/অননিউজ