ব্রাহ্মবাড়িয়ায় রেলস্টেশনে বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতীর দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে নাগরিক ফোরাম। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্যরে সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান, বীর মুক্তিযোদ্ধ আবু হুরায়রাহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সরকার প্রতিবছর ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বিপুল পরিমান রাজস্ব পেয়ে থাকে। অথচ এ স্টেশনের যাত্রী সেবার মান সন্তোষজসক নয়। তারা স্টেশনে টিকিট কালোবাজারী বন্ধ করাসহ বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতীর জোর দাবী জানান।