ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদত বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

দিনটি পালনে জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনপূর্বক গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধূরী এমপি, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল-মামুন সরকার, সরকারী বেসরকারী অফিস, আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে। এছাড়াও দিনটি পালনে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, চিত্রাঙ্কণ, আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ জেলার সকল মসজিদে বিশেষ দোয়া সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ