ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৬৫ কেজি গাঁজা, ১৮শত পিছ ইয়াবা ট্যাবলেট ও মদসহ পাঁচজন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের একটি আঞ্চলিক সড়ক থেকে মাইক্রো গাড়ি থেকে অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকৃতরা হলো, শামীম মিয়া (২৯), সাইমন মিয়া (২৭)।
পরে ভোররাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম থেকে ১৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল বিয়ার, মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আশেক মিয়া (৩২), মো: শানু মিয়া (৩৫), মো: মনিরুল ইসলাম (৩৪)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজা, ১৮০০শ পিছ ইয়াবা, মদসহ পাঁচজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।