ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে নাকের পলিপাসের অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় ইসতিয়াক আহমেদ ইকরাম (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।আজ সোমবার দুপুরে শহরের কাউতলী এলাকায় এ মাননবন্ধন করে।
মানববন্ধনে নিহত ইকরামের ভাই ছাড়াও এলাকার বিপুল সংখ্যাক মানুষ উপস্থিত র্ছিলেন। এ সময় বক্তারা বলেন, ভুল চিকিৎসায় নিহতের ঘটনার এক সপ্তাহেরও বেশী সময় পার হয়ে গেলে আল খলিল হাসপাতাল ও এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের প্রধান অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি। অবিলম্বে ডাক্তার ফৌজিয়া মমতাজ সুপ্তিসহ অবশিষ্ট আসামীদের দ্রুত গ্রেফতারে দাবি জানান। উল্লেখ, গত ১৮ র্মাচ ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলরোড এলাকায় আল-খলিল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নাকের পলিপাসের অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় ইসতিয়াক আহমেদ ইকরাম নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাচ্চু মিয়া ছয়জনকে আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ঘটনায় তিন জন আসামী জেল হাজতে রয়েছেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com