ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ৫২তম মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিওর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা দাবী বাস্তবায়ন পরিষদ ও সম্মিলিত মুক্তিযোদ্ধা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার যৌধ আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, মুক্তিযোদ্ধা আবু হোরায়রা প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, এখনো আমরা যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছি তাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমাদের পরিচিতি একটাই তা হচ্ছে আমরা সবাই বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার গঠনে, স্বাধীনতার পর সংবিধান তৈরীতে যার ভূমিকা ছিল, ১৫ই আগষ্টের পর খুনি মোস্তাককে যিনি রাষ্ট্রপতি মানতে অস্বীকার করেছিলেন ব্রাহ্মণবাড়িযার কৃতি সন্তান আইনমন্ত্রীর পিতা এডঃ সিরাজুল হক বাচ্চু মিয়া, প্রয়াত জননেতা লুৎফুল হাই সাচ্চু জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন, জননতো মাহবুবুল আলম ভুইয়াসহ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করেন। এদিকে মিলন মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে চার শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com