রাজধানীর নয়াপল্টনে পুলিশের উপর হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এতে জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা যুবলীগ নেতা হাসান সারোয়ার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সুযোগ পেলেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। সমাবেশের নামে কোথাও যেন তারা কোনো অপকর্ম করতে না পারে সে জন্য আমাদের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদেরকে প্রতিহত করা হবে বলে তারা জানান।