ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা তালশহর পূর্ব ইউনিয়নের সোনাসার গ্রামে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সোনাসার সমাজ কল্যান ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে দরিদ্র মানুষের ঘরে গিয়ে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাবেক মেম্বার মোঃ সাহেদ, আবু তালেব,নূরুল ইসলাম,অব্দুল হাই মেম্বার, সংগঠনের সভাপতি মুফতি ইব্রাহিম বিন নূরী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ নাইম মিয়া, প্রচার সম্পদাক আশিক হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সোনাসার সমাজ কল্যান ও প্রবাসী সংগঠন বিভিন্ন সময় মানবতার ডাকে সাড়া দিয়ে তাদের পাশে দাঁড়ায়। শীতের তীব্রতা বাড়তে থাকায় সোনাসার গ্রামের দরিদ্ররা কষ্ট করছিল। তাদের এই কষ্ট লাঘবে আমাদের উদ্যোগে তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল সহ নানা ধরণের শীতের পোশাক দেয়া হয়েছে। সমাজের বিত্তবানরা যদি এসব অসহায়দের পাশ দাঁড়ায় তাহলে তাদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। তাদের এই কার্যক্রম আগামীতে আব্যাহত থাকবে বলে জানান।