ব্রাহ্মণবাড়িয়ায় মানবিক সংগঠন “হেল্পফুল সোসাইটি”র উদ্যোগে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার মধ্যরাতে সদর উপজেলার পৌরশহরে হেঁটে হেঁটে রাস্তার পাশে ফুটপাতে শুয়ে ও বসে থাকা দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা বলেন, আমরা “হেল্পফুল সোসাইটি”র পক্ষ থেকে সবসময় দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থাকার চেষ্টা করি। গত কয়েকদিন যাবত শীতের তীব্রতা অনেক বেশি। তাই গরীব-অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন হেল্পফুল সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মকবুল আহমেদ মারুফ, সাধারণ সম্পাদক রেজুয়ান ইসলাম রাতুল, কোষাধ্যক্ষ তৌহিদ শাহরিয়ার, সহকারি সাংগঠনিক সম্পাদক শাইয়ান মোহতাসিন, সহঃ কোষাধ্যক্ষ আরাফাত ইসলাম প্রমুখ। এ সময় সমাজের সকল বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান সংগঠনের সদস্যরা।