প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তোলার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কাউতলী নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। ২০ নভেম্বর পর্যন্ত ২ দিনব্যাপী এই মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , গণপূর্থ বিভাগ , সড়ক ও জনপদ বিভাগ আশুগঞ্জ সার
কারখানা সহ ৭৫ টি স্টল অংশগ্রহন করেছে। এসব স্টলে তাদের উৎপাদিত পন্য সামগ্রীর প্রদর্শন ছাড়াও বিভিন্ন ডিজিটাল সেবার তথ্য তুলে ধরা হচ্ছে। উদ্বোধন শেষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবিরর,
সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এর আগে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।